অভিনন্দনকে স্বাগত জানালেন মোদি

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার ২রা মার্চ ২০১৯ ১১:১৬ পূর্বাহ্ন
অভিনন্দনকে স্বাগত জানালেন মোদি

প্রায় ৬০ ঘণ্টার উৎকণ্ঠা আর অপেক্ষার পর পাকিস্তান থেকে ভারতে ফিরেছেন বিমান বাহিনীর পাইলট অভিনন্দন বর্তমান। তার দেশে ফেরা নিয়ে সাধারণ মানুষদের মধ্যেও ছিল উৎসবের আমেজ। অভিনন্দন দেশে পা রাখার পরেই তাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় মোদি বলেন, অভিনন্দনকে দেশে স্বাগত। দেশবাসী তোমার জন্য গর্বিত। ১৩০ কোটি ভারতীয়র অনুপ্রেরণা আমাদের সশস্ত্র বাহিনী। বুধবার থেকে পাকিস্তানে আটকা ছিলেন অভিনন্দন। বুধবার সকালেই ভারতের যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে পাকিস্তান। এর মধ্যে একটির ধ্বংসাবশেষ পড়ে পাকিস্তানে এবং অন্যটি ভারতে।

ভেঙে পড়া বিমান থেকে প্যারাশুটে করে নেমে আসেন অভিনন্দন। পরে তাকে পাক সেনাবাহিনীর হেফাজতে রাখা হয়। বৃহস্পতিবার পার্লামেন্টের এক অধিবেশনে অভিনন্দনকে মুক্তি দেয়ার ঘোষণা দেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার বিকেলের মধ্যেই অভিনন্দনকে দেশে ফিরিয়ে দেয়ার কথা থাকলেও তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে রাত ৯টা ২১ মিনিটে। সে সময় তার পরনে যুদ্ধবিমানের পাইলটের পোশাকের বদলে ছিল সাদা শার্টের উপর নতুন ব্লেজার। ধীর পায়ে তিনি হেঁটে আসছিলেন ভারতের মাটির দিকে। সামনে আগ্নেয়াস্ত্র হাতে পাক বাহিনীর দুই সেনাও ছিল। অভিনন্দনের ডান চোখে আঘাতের চিহ্ন রয়েছে। কিন্তু টানটান চেহারা দেখে বোঝার উপায় নেই যে, গত বুধবার থেকেই তিনি পাকিস্তানি সেনাদের হাতে বন্দি ছিলেন।

ইনিউজ ৭১/এম.আর