নদীর রেলব্রিজ উঠে টিকটক আর সেলফি তুলতে গিয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। রোববার এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির ওদলাবাড়ি এলাকায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আর এক কিশোরী।
ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ময়নাগুড়ির একটি কোচিং সেন্টার থেকে ১১০ জন মিলে এদিন পিকনিক করতে যায় ওদলাবাড়ির ঘিস নদীর পাড়ে। পরে স্থানীয় রেলব্রিজের উপর উঠেছিল দুই কিশোরী। একজন মগ্ন ছিল সেলফি তোলায়। অন্যজন টিকটকে ভিডিও তুলছিল। হঠাত্ই একটি ট্রেন চলে আসে। সরে যাওয়ার সময় পায়নি ওই দু'জন।
ট্রেনের ধাক্কায় ছিটকে নদীতে পড়ে যায় তারা। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আর এক কিশোরীকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ওদলাবাড়ি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে মালবাজার হাসপাতালে কিশোরীকে স্থানান্তর করা হয়।
কোচিং সেন্টারের এক কর্মী জানান, ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের নিয়ে এই পিকনিকের আয়োজন ছিল। ওদলাবাড়ি হয়ে বাগরাকোট যাওয়ার কথা ছিল সকলের। রাস্তায় জ্যাম থাকায় ওদলাবাড়ি রেলব্রিজের কাছে গাড়ি দাঁড়ায়। তখনই সকলের নজর এড়িয়ে রমা এবং জয়শ্রী রায় নামের দুই ছাত্রী গাড়ি থেকে নেমে রেলব্রিজে উঠে পড়ে। তারপরেই ঘটে দুর্ঘটনা।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।