দেশকে স্বর্ণ পদক জিতিয়ে ইতিহাস গড়লেন ফাতেমা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ৮ই ডিসেম্বর ২০১৯ ০১:১২ পূর্বাহ্ন
দেশকে স্বর্ণ পদক জিতিয়ে ইতিহাস গড়লেন ফাতেমা

ত্রয়োদশ সাউথ এশিয়ান গেমস (এসএ) গেমসে বাংলাদেশকে সপ্তম স্বর্ণপদক এনে দিয়েছেন অ্যাথলেট ফাতেমা মুজিব। শনিবার (৬ ডিসেম্বর) নেপালের কাঠমান্ডুতে ফেন্সিংয়ে মেয়েদের সাবরে এককে সেরা হওয়ার গৌরব অর্জন করেন তিনি।

সব মিলিয়ে এসএ গেমসে আরও একটি স্বর্ণময় দিন কাটিয়েছে বাংলাদেশ।এর আগে দিনের প্রথম এবং এবারের আসরে পঞ্চম স্বর্ণপদক আসে মাবিয়ার হাত ধরে। পোখারায় মেয়েদের ভারোত্তোলনে ৭৬ কেজি ওজন শ্রেণিতে সোনা জিতেন মাবিয়া। তিনি মোট ১৮৫ কেজি ভার উত্তোলন করে সেরা হন।

পরে পুরুষদের ৯৬ কেজি শ্রেণির ভারোত্তোলনে সোনা জেতেন জিয়ারুল ইসলাম। স্ন্যাচে ১২০ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১৪২ কেজিসহ মোট ২৬২ কেজি ভারোত্তোলন করে বাংলাদেশকে সোনা এনে দেন তিনি। গত এসএ গেমসে ৬৩ কেজি ওজন শ্রেণিতেও সোনা জিতেছিলেন এ ভারোত্তোলক।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব