ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুলের কক্ষে তালা দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় তার কক্ষে তালা দেয় বিক্ষুব্ধরা।
আসিফ নজরুলকে তালেবানের দালাল আখ্যা দিয়ে কক্ষের দরজায় ও দেওয়ালে পোস্টারও সাঁটানো হয়। পোস্টারে লেখা হয় ‘তালেবানের দালাল আসিফ নজরুলের বিচার চাই’, জঙ্গিবাদের মদদদাতা আসিফ নজরুলের বিচার চাই’ এবং ‘রাষ্ট্রদ্রোহী আসিফ নজরুলের বিচার চাই’।
আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের পর অধ্যাপক ড. আসিফ নজরুল তার ফেসবুক পেজে লেখেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দর ধরনের দৃশ্য বাংলাদেশেও হতে পারে।’
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।