মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেন,‘ স্বাধীনতা বিরোধী চক্ররা জাতীর পিতাকে হত্যা করেই বসে থাকেনি। ১৫ আগস্টের নির্মন হত্যাকান্ডে জাতী আজও কেঁপে উঠে। সে দিন স্বাধীনতা বিরোধী ওই চক্রটি বঙ্গবন্ধুর পরিবারের সকলকেই হত্যা করতে চেয়েছিলো। তারা বাঁচিয়ে রাখে নি ছোট অবুঝ শিশু শেখ রাসেল কে। কিন্তু ভাগ্যের ঝোরে বেঁচে গেলেন আজকের প্রধান মন্ত্রী ও তার বোন শেখ রেহেনা। তাইতো তারাই আজ বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা বিনির্মানে কাজ করছেন। কিন্তু সেই স্বপ্নকে বাধাগ্রস্থ করতে স্বাধীনতা বিরোধী চক্র বার বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালিয়েছে। আল্লাহর অশেষ কৃপায় শেখ হাসিনা প্রতিবারই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের জন্যই মহান আল্লাহ তায়ালা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন’।
শনিবার (২১ আগস্ট) সকালে পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) উপজেলা আওয়ামীলীগ আয়োজিত ২১ আগষ্টে গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এসময় মন্ত্রী আরও বলেন, ৭১ সালে পাকবাহিনীর হত্যাযজ্ঞ, ৭৫ সালের ১৫ আগষ্টে জাতির জনককে স্বপরিবারে হত্যা, ২০০৪ সালে ২১ আগষ্টের গ্রেনেড হামলা একই ধারাবাহিকতায় হয়েছে। সেই সকল ষড়যন্ত্রকারীরা থেমে নেই তারা এখনও দেশে এবং দেশের বাইরে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এদের মোকাবেলায় সকল ভেদাভেদ ভুলে মুজিব আদর্শের সৈনিকদের ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। এ সময় তিনি আরো বলেনে, শেখ হাসিনা এখন আর মৃত্যুকে ভয় করেন না। পিতার স্বপ্নের বাংলা গড়াই এখন তার লক্ষ্য।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম সিকদারের পচিালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তৃতা করেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক এস এম ফুয়াদ, যুগ্ম সম্পাদক এস এম মুইদুল প্রমুখ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।