আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে নেত্রকোনায় বিএনপির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
এ কে এম আব্দুল্লাহ, জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: মঙ্গলবার ৩০শে আগস্ট ২০২২ ১২:২৪ অপরাহ্ন
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে নেত্রকোনায় বিএনপির  মানববন্ধন

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। 


     আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে গুমের শিকার ব্যাক্তিদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেত্রকোনা জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।


     মানববন্ধন কর্মসূচী চলাকালে গুম খুনের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক, সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মাহ্ফুজুল হক, যুগ্ম আহবায়ক মোঃ মজিবুর রহমান খান, যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, যুগ্ম আহবায়ক বজলুর রহমান পাঠান, যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা কৃষক দলের সভাপতি সালাহ্উদ্দিন খান মিল্কী, পৌর বিএনপির সভাপতি আব্দুল ওয়াহাব ভূঁইয়া, সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মশু, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, সিঃ সহ-সভাপতি ওয়ারেছ উদ্দিন ফারাস, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ তোফায়েল মীর, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আজহারুল ইসলাম কমল, জেলা তাতীদলের সভাপতি আজিজুল হক, জেলা শ্রমিক দলের সভাপতি আকিকুর রেজা খোকন, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবু, সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী, সহ-সভাপতি সামছুল হুদা শামীম, সুজন চৌধুরী, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ রাকিব, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর ইসলাম রাজন, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য ফ্রন্টের সম্পাদক শ্যামল ভৌমিকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

     মানববন্ধনে বক্তারা বলেন, বিরোধী মতকে দমন করতেই সরকার আইন শৃংখলা বাহিনীকে দিয়ে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা, মামলা, অত্যাচার, নির্যাতন, গুম খুনের মতো জগন্য পথ বেঁচে নিয়েছে। বক্তারা অবিলম্বে গুমের শিকার ব্যক্তিদেরকে স্ব স্ব পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জোর দাবী জানান।