ঝিনাইদহে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
আতিকুর রহমান, জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১লা সেপ্টেম্বর ২০২২ ০৭:৫৪ অপরাহ্ন
ঝিনাইদহে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফ্যাসিষ্ট হাসিনা সরকারকে হঠানোর দৃঢ় প্রত্যায় নিয়ে ঝিনাইদহে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। 


জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক পৌর মেয়র আব্দুল মালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. কামাল আজাদ পান্নু, আলমগীর হোসেন আলম, আবু বক্কার, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বিশ^াস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, বিএনপি নেতা শাহজাহান আলী, জিয়াউল ইসলাম ফিরোজ, আশরাফুল ইসলাম পিন্টু, মিজানুর রহমান সুজন, মাহফুজুর রহমান ইপিআরসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।


 বিএনপি সভাপতি এ্যাড. এম এ মজিদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান বাংলাদেশের গনতন্ত্র প্রতিষ্ঠার অগ্রনায়ক। আজকের আওয়ামীলীগকে রাজনৈতিক মর্যাদা ফিরিয়ে দিয়েছিল শহীদ জিয়া। কারণ শেখ মুজিব দেশে বাকশাল কায়েম করে সব দল নিষিদ্ধ করেছিল। তিনি বলেন তেল, গ্যাসসহ নিত্যপণ্যের উর্দ্ধগতি রোধে সরকার ব্যার্থ। মানুষের মধ্যে হাহাকার। 


তিনি দ্রুত নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন দাবী করে বলেন, জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। তিনি গত ৩০ আগস্ট বিএনপির সমাবেশে আসা ও যাওয়ার পথে শতাধিক নেতাকর্মীকে পিটিয়ে আহত করার প্রতিবাদ জানিয়ে বলেন, বিনা ভোটের এমপির ক্যাডার বাহিনীর আস্ফালন আর সহ্য করা হবে না। এবার আঘাত আসলে প্রতিঘাত করবে বিএনপি।