আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা) আসনে বর্তমান সংসদ সদস্য শিবলী সাদিক হ্যাট্রিক নৌকার মাঝি( তৃতীয় বারের মতো) মনোনীত হওয়ায় দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলায় আনন্দ র্যালি, মিষ্টি বিতরণ ও দোয়া অনুষ্ঠিত। অন্য দিকে এ উপলক্ষে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করেছে দিনাজপুর-৬ আসনের চার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী নেতাকর্মীরা।
রোববার (২৬ নভেম্বর) বিকাল ৪টার দিকে আ’লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মনোয়নপত্র পাওয়ার খবর পৌঁছানোর পরপরই হাকিমপুর হিলিতে নবনির্মিত দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় অফিসে শেষ হয়। পরে দলীয় অফিসে নেতা কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়।
অন্য দিকে বিরামপুর পৌর শহরের ঢাকামোড়ে আনন্দ মিছিল বের করা হয়। আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপজেলা আওয়ামী লীগের নেতারা কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।
এসময় জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মোস্তাফিজুর রহমান, হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহেদ মল্লিক বাবু, আব্দুল লতিফ মাষ্টার, প্রভাষক আশরাফ আলী, প্রচার সম্পাদক এনামুল হক, পৌর আ'লীগের সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ টুকু, সাংগঠনিক সম্পাদক মুকুল হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এমদাদুল মল্লিক, কৃষকলীগের সাধারণ সম্পাদক মহাসিন আলী, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সালমান মল্লিক সোহাগ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলম, পৌর যুবলীগের সভাপতি মাহমুদুল হাসান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর রহমান কাজল, ছাত্রলীগের সভাপতি অনিক সরকার, কৃষকলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান ডালিম, হাকিমপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রিয়াদ হোসেন, সম্পাদক মুহিত আহমেদ, ছাত্রনেতা সোহাগ সরকার, মহিউদ্দিন মারুফ, মোস্তাকিম, শাকিল, মোশাররফ, সাব্বির হোসেন, মহিলা লীগ নেতা ফেন্সি আরসহ সকল সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।