প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৫
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের ১৩ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হামজা এবং কেবি কনভেনশন হলের ভাড়া প্রদানকারী মো. বায়েজিদ।
রবিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বিপ্লব, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য ও মহিলা আওয়ামী লীগ নেত্রী নাহিদা নূর সুইটি, মতিঝিল থানা ছাত্রলীগের সহ-সভাপতি মিরাজ সিকদার এবং শ্রমিক লীগ নেতা মহর আলী।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ ইবনে সাদিক, কোতয়ালী থানা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নিতাই ঘোষ, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমতিয়াজ উদ্দীন সুমিত এবং যুবলীগ কর্মী মো. রেজওয়ান হাওলাদারসহ আরও কয়েকজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছিলেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছিলেন। তাদের এসব কর্মকাণ্ডে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এছাড়া তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, সংঘবদ্ধ হয়ে ভাঙচুর, জনমনে ভয় সৃষ্টি এবং আইনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগ রয়েছে। প্রতিটি ঘটনার ভিত্তিতে বিভিন্ন থানায় মামলা করা হয়েছে।
ডিবি কর্মকর্তারা জানান, রাজধানীতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে এবং আইনশৃঙ্খলা ভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাদের শিগগিরই আদালতে তোলা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।