বিশ্ব ইজতেমা: কোন মুরব্বি কখন বয়ান করবেন

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১২ই জানুয়ারী ২০২৩ ০৮:৪১ অপরাহ্ন
বিশ্ব ইজতেমা: কোন মুরব্বি কখন বয়ান করবেন

শুক্রবার (১৩ জানুয়ারি) শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথমপর্ব। এতে লাখো মুসল্লির পদচারণায় মুখর হয়ে উঠেছে টঙ্গীর তুরাগ নদীর তীর। ছোট ছোট দলে ভাগ হয়ে নিজ নিজ খিত্তায় অবস্থান নিয়েছেন তারা।


ইজতেমার আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী আব্দুন নূর জানান, দেশি-বিদেশি মুসল্লিরা আসতে শুরু করেছেন। ইতোমধ্যে মুসল্লিতে পুরো ইতজেমা ময়দান পূর্ণ হয়ে গেছে। শুক্রবার থেকে মূল পর্ব শুরু হলেও বৃহস্পতিবার বাদ ফজর থেকেই শুরু হয় আম বয়ান। আর রোববার আখেরি মোনাজাতের আগ পর্যন্ত চলবে তাবলীগের ৬ উসুলের বয়ান।


বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বাদ ফজর বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের জন্য প্রাথমিক আম বয়ান শুরু হয়েছে। বাদ জোহর বয়ান করেছেন মাওলানা রবিউল হক। আসরের পর বয়ান করেছেন মাওলানা ফারুক। বাদ মাগরিব বয়ান করছেন মাওলানা ইব্রাহিম দেওলা। তার বয়ানে বাংলা অনুবাদ করছেন মাওলানা জোবায়ের আহমদ। আরবি অনুবাদ করছেন মাওলানা আব্দুল মতিন।


ইজতেমায় তাবলিগের কোন মুরব্বি আলেম কখন বয়ান করবেন তুলে ধরা হল এখানে-


শুক্রবার (১৩ জানুয়ারি)


শুক্রবার (১৩ জানুয়ারি) ফজরের পর বয়ান করবেন মাওলানা জিয়াউল হক রায়বেন্ড। মুআল্লিমিনদের সঙ্গে মোজাকারা মাওলানা জিয়াউল হক। বাদ জুমা বয়ান করবেন মাওলানা ইসমাইল গুদরাহ। বাদ আসর বয়ান করবেন মাওলানা যুবাইর আহমদ। বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা আহমদ লাট।


শনিবার (১৪ জানুয়ারি)


বাদ ফজর বয়ান করবেন মাওলানা খুরশিদুল হক রায়বেন্ড। বাদ জোহর বয়ান করবেন ভাই ওমর ফারুক।

বাদ আসর মাওলানা জুহাইরুল হাসান, বাদ মাগরিব মাওলানা ইব্রাহিম দেওলা (বাংলা অনুবাদ, মাওলানা জুবায়ের আহমদ)।


শনিবার বিশেষ বয়ান (সকাল)


আলেমদের উদ্দেশ্যে বয়ান করবেন মাওলানা ইব্রাহিম দেওলা, ছাত্রদের উদ্দেশ্যে বয়ান করবেন মাওলানা খুরশিদুল হক রায়বেন্ড।


রোববার (১৫ জানুয়ারি)


হিদায়াতি বয়ান সাড়ে সাতটায় মাওলানা আবদুর রহমান (বাংলা অনুবাদ, মাওলানা আব্দুল মতিন)। বিশেষ নসিহত করবেন মাওলানা ইব্রাহিম দেওলা (বাংলা অনুবাদ মাওলানা জুবায়ের আহমদ)।


আর রোববার প্রথম পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জুবায়ের আহমদ।


ইজতেমা মাঠের নামাজের সূচী:


জুমা ও জোহরের আজান ১টায়। জামাত ১.৩০ মিনিট। আসরের আজান ৩: ৫৫, জামাত ৪: ১৫।