হিজলায় নোঙর করা লাইটার জাহাজে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক
তালুকদার মামুন, নিজস্ব প্রতিনিধি হিজলা (বরিশাল)
প্রকাশিত: বুধবার ১লা ডিসেম্বর ২০২১ ০৩:০৬ অপরাহ্ন
হিজলায় নোঙর করা লাইটার জাহাজে ডাকাতি

বরিশালের হিজলা উপজেলার হিজলা গৌরব্দী ইউনিয়নের সাওড়া এলাকায় মেঘনা নদীতে সিমেন্ট তৈরির কাঁচামাল বহনকারী এম বি জহুরুল হাসান-৫ নামের একটি লাইটার জাহাজে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।


জাহাজের চালক মাহাফুজ জানান, ২৫ নভেম্বর জাহাজটি সিমেন্ট তৈরির কাঁচামাল নিয়ে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাত্রাকরে। পানির নাব্যতার কারণে হিজলা গৌরব্দীর সাওড়া এলাকার মেঘনা নদীতে নোঙর করে রাখা হয়। ৩০ নভেম্বর মঙ্গলবার মধ্যরাতে ডাকাতের একটি দল জাহাজে হামলা করে মোবাইল, নগদ টাকা, ওয়াকিটকি, দিক নির্দেশক যন্ত্র ও জ্বালানি তেল নিয়ে যায়।


উক্ত ঘটনার ব্যাপারে হিজলা থানায় অভিযোগ করা হয়েছে বলে তিনি জানান। ঘটনার ব্যাপারে হিজলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া জানান, অভিযোগ পাওয়ার পরেই তিনি ঘটনার স্থানে পরিদর্শনে এসেছেন। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।