প্রেমিকের বিয়ের খবরে প্রেমিকার আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
আনোয়ার হোসেন আনু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৬শে মে ২০২২ ০৪:২৯ অপরাহ্ন
প্রেমিকের বিয়ের খবরে প্রেমিকার আত্মহত্যা

পটুয়াখালীর মহিপুরে প্রেমিকের অন্যাত্র বিয়ের খবরে তানিয়া নামের এক কলেজ শিক্ষার্থী বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। 


বৃহস্পতিবার (২৬ মে) সকালে মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামের নিজ বাড়িতে ওই শিক্ষার্থী ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পরলে স্বজনরা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপালে নিয়ে আসে। 


পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত তানিয়া ধুলাসার আলহাজ¦ জালাল উদ্দিন ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ২য় বর্ষের শিক্ষার্থী। তার বাবার নাম মাহাতাব গাজী।


তানিয়ার মা শামসুন্নাহার জানান, মহিপুর থানান লতাচাপলী ইউনিয়নের আলিপুর বাজারের নাহিদ নামের এক ছেলের সাথে তার দীর্ঘ দিনের সম্পর্ক ছিলো। সেই ছেলের বিয়ের খবর শুনে বৃহস্পতিবার সকালে তানিয়া বিষ খেয়েছে।


মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি ওই শিক্ষার্থীর প্রেমীক নাহিদ অন্যত্র বিয়ে করার কারনে বিষপান করেছেন। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।