মোংলায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও পথসভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ২৭শে মে ২০২২ ০৩:৩৬ অপরাহ্ন
মোংলায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও পথসভা

প্রধানমন্ত্রীকে নিয়ে ছাত্রদলের কটুক্তি মূলক বক্তব্য এবং সারাদেশে অরাজকতা সৃষ্টির প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মোংলায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার-২৭মে-দুপুরে মোংলা উপজেলা,পৌর এবং কলেজ  ছাত্রলীগের আয়োজনে মোংলা আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌধুরি মোড়ে এসে পথসভার মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত করেন মোংলা উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াসিন আরাফাত।



এ সময় বক্তব্য রাখেন-মোংলা পৌর ছাত্রলীগের সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন, রানা,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক  মেহেদি হাসান সজিব খাঁন,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরুখ বাপ্পি,মোংলা সরকারি  কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল,এ সময় বক্তারা বলেন,


বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে যে কটুক্তি মূলক কথা বলা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ছাত্রলীগ নেতারা।বলেন এখন থেকে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আর ঘরে বসে থাকবে না।প্রধানমন্ত্রীকে নিয়ে ছাত্রদল কোনরকম উল্টাপাল্টা কথা বললে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।এসময় ছাত্রলীগের উপজেলা,পৌর ও কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।