ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর মসজিদের টাকার হিসাব নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রশিদ নামে এক ব্যক্তি নিহতের খবর পাওয়া গেছে।৬ জুলাই বুধবার রাতে উপজেলার চুন্টা ইউপির রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রশিদ উপজেলার চুন্টা ইউপির রসুলপুর গ্রামের লতি মিয়ার ছেলে ও মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ মিয়ার মেয়ের জামাই।
সরাইল থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. আসলাম হোসেন বলেন, বুধবার রাতে এশার নামাজের আগে টাকার হিসাব নিয়ে মসজিদ কমিটির সভাপতি ওমেদ আলী ও সাধারণ সম্পাদক ফিরোজ মিয়ার সঙ্গে গ্রামের অন্য মুসল্লিদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মসজিদ কমিটির নেতাদের সঙ্গে সংঘর্ষে জড়ান মুসল্লিরা। এতে আব্দুর রশিদ গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি বলেন,এ ব্যপারে থানায় কোন অভিযোগ আসে নাই।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।