ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দের ওয়াজেদ চৌধুরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে আজ বুধবার ভোরে দ্রুতগামি যানবাহনের ধাক্কায় শাহিন আলম (২৪) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। সে ময়মনসিং সদর থানার বীর বাওলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
গোয়ালন্দ মোড় আহ্লাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, স্থানীয়দের থেকে খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বুধবার সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পৌছে। সেখানে পৌছে মহাসড়কের পশ্চিমে সড়কের এক পাশে অজ্ঞাত এক তরুনের লাশ পড়ে থাকা অবস্থায় পুলিশ উদ্ধার করে। পরে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত হয়। এসময় লাশের শরীরের বিভিন্ন স্থানে ছিলে গেছে।
পুলিশের প্রাথমিক ধারণা সড়কের পাশ দিয়ে চলতে গিয়ে কোন দ্রুত গতির যানবাহনের সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। ওসি আরো জানান, পরিচয় শনাক্ত হওয়ার পর পরিবারের সাথে যোগাযোগ করে পরিবারের সদস্যরা জানায়, প্রায় দেড় বছর ধরে তিনি মানসিক সমস্যায় ভূগছিলেন। গত এক মাস আগে তিনি বাড়ি ছেড়ে নিখোঁজ হন। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের লোকজন আসার পর লাশ তাদের হাতে হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।