রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনা থেকে ৫ কেজি ওজনের একটি বিলুপ্তপ্রায় ঢাই মাছ ধরা পড়েছে। মাছটি ৩ হাজার টাকা কেজি দরে ১৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ৮টার জেলে রতন সরকারের জালে ওই ঢাই মাছটি ধরা পড়ে।
পরে দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে মাছটি বিক্রির জন্য আনা হলে কেসমত মোল্লার আড়ত থেকে ৩ হাজার টাকা প্রতি কেজি দরে ১৫ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।
নদীতে বিলুপ্ত হওয়া এতবড় ঢাই মাছ এক নজর দেখার জন্য উৎসুক জনতা ফেরিঘাটে ভিড় করেন।
দৌলতদিয়ার মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, ১৫ হাজার টাকা দিয়ে মাছটি কিনলেও বিক্রির জন্য ঢাকার কিছু ব্যবসায়ীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শলীফ জানান, পদ্মা ও যমুনা নদীর মোহনায় প্রায়ই জেলেদের জালে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছ ধরা পড়ছে। তবে বিলুপ্তপ্রায় এত বড় ঢাই মাছ নদীতে খুব একটা পাওয়া যায় না বলে জানান ওই কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।