নেত্রকোনার পাঁচটি পৌরসভায় খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ও এম এস) কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
নেত্রকোনা জেলা খাদ্য বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় মোক্তারপাড়া মাঠে আনুষ্ঠানিকভাবে ও এম এস কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত কুমার রায়, পৌরসভার মেয়র আলহাজ¦ নজরুল ইসলাম খান, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মিজানুর রহমান সাংবাদিকদের জানান, আগামী তিন মাসের জন্য নেত্রকোনার পাঁচটি পৌরসভায় ২৩ জন ডিলারের মাধ্যমে সপ্তাহে পাঁচ দিন ওএমএস কার্যক্রম চালু থাকবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।