দৌলতদিয়া নৌপথে ডুবোচরে আটকা আছে ফেরি, ৪ঘন্টা পর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা, জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: রবিবার ২৫শে সেপ্টেম্বর ২০২২ ১০:৩৪ অপরাহ্ন
দৌলতদিয়া নৌপথে ডুবোচরে আটকা আছে ফেরি, ৪ঘন্টা পর উদ্ধার

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ডুবোচরে আটকা পড়েছে খানজাহান আলী নামের এটি রোরো ফেরি। রবিবার (২৫ সেপ্টেম্বর)  বিকেল ৪টার দিকে পাটুরিয়া ঘাট থেকে যানবাহন বোঝাই করে দৌলতদিয়া ঘাটের উদ্দেশে রওনা দিয়ে পদ্মা নদীতে সৃষ্ট ডুবোচরে আটকা পড়ে ফেরিটি।বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন ডুবোচরে ফেরি আটকা পড়ার তথ্য নিশ্চিত করেছেন।


তিনি মুঠোফোনে বলেন, পদ্মা নদীর পানি কমে যাওয়ায় নদীর মাঝে ডুবোচরের সৃষ্টি হয়েছে। ফেরিটি পাটুরিয়া ঘাট থেকে বিকাল ৪টার দিকে ৪টি পণ্যবাহী ট্রাক, ৬টি যাত্রীবাহী বাস ও ১৩টি ছোট গাড়ি (মাঝারি ট্রাক ও মাইক্রোবাস) নিয়ে বিকাল পৌনে ৫টার দিকে মাঝ নদীতে আটকা পড়েছে। ফেরিটি উদ্ধারের জন্য উদ্ধারকারী ২টি জাহাজ ঘটনাস্থলে চেষ্টা চালাচ্ছে। রাত ৯টার দিকে ফেরিটি উদ্ধার করা হয়েছে।


ফেরিতে আটকা পড়া ঢাকা থেকে আসা যশোরগামী যাত্রী মাহফুজ মুঠোফোনে জানান, এখন রাত ৯টা বাজে ফেরির মধ্যে আটকা আছি। দীর্ঘ ৪ঘন্টা পর ফেরিটি উদ্ধার করা হয়েছে।