বরিশালে থেমে থেমে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: সোমবার ৩রা অক্টোবর ২০২২ ০৬:৪৮ অপরাহ্ন
বরিশালে থেমে থেমে বৃষ্টি

বৈরি আবহাওয়ার কারণে থেমে থেকে বৃষ্টি হচ্ছে বরিশালে। নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ।


বরিশাল আবহাওয়া অফিস পর্যবেক্ষক মোস্তাফিজুর রহমান জানান, সাগরে লঘুচাপের কারণে বরিশালে থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। গত রবিবার সকাল ৬টা থেকে আজ বেলা ১২টা পর্যন্ত ১৯ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সোমবার সকাল ৬ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৮ মিলিমিটার।


আগামী আরও ২ দিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বরিশাল আবহাওয়া অফিস। বৈরি আবহাওয়ার কারণে দুর্ভোগে পড়েছেন সাধারন মানুষ।