রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থেকে ৪৮ পিছ ইয়াবা ট্যাবলেট সহ ১ জনকে আটক করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত মাদক কারবারীরা হলো, কালখালী থানার মাজবাড়ী গ্রামের মো. তরিকুল ইসলাম এর ছেলে মোঃ জহিরুল ইসলাম(২৮) কে ৪৮ পিচ ইয়াবাসহ আটক করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১২ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর সাকিনস্থ জনৈক মোঃ আহাম্মদ আলীর বাড়ীর সামনে থেকে তাকে আটক করা হয়।উক্ত গ্ৰেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্যে আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।