বিদ্যমান আন্ত:ধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখাসহ অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নিতে মাদারীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও বিভিন্ন ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের সঙ্গে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৩ অক্টোবর ) উপজেলার আচমত আলী খান মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামিলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এম পি।
মাদারীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাইনুদ্দীন এর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন,পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ,সদর উপজেলার চেয়ারম্যান ওবাইদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান,উপজেলা আওয়ামীগের সভাপতি সাখাওয়াত সেলিম সহ প্রমুখ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।