'ক্রিড়াই শক্তি ক্রিড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল' এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলিতে "মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্ট" ২০২২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) সকালে পৌর সভার আয়োজনে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে।
হাকিমপুর হিলি পৌর সভার মেয়র জামিল হোসেন চলন্ত এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুন উর রশিদ হারুন।
এসময় উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা পরিষদের সদস্য আব্দুর রহমান লিটন, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, থানার দ্বায়িত্ব প্রাপ্ত অফিসার এসআই আক্তার হোসেন, হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাহের আলী, হাকিমপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ টুকু, পৌর যুবলীগের সভাপতি মাহমুদুল হাসান উজ্জল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানীসহ অনেকে।
মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, হিলি শহর একটি সীমান্ত ঘেঁষা শহর। এখানে তরুণ ও যুব সমাজ সহজেই মাদকের সঙ্গে জড়িয়ে নিজের জীবন ও সমাজকে ধংসের দিকে ঠেলিয়ে দেয়। তাই ক্রীড়া নিয়ে ব্যস্ত থাকলে সহজে তারা মাদকের সঙ্গে জড়িয়ে যেতে পারবে না। আর আমি নিজেও একজন ক্রীড়া প্রেমি তাই প্রতি বছরের ন্যায় এবারেও মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করা হয়েছে।উদ্বোধনী ম্যাচে পৌর সভার ৪ নং ওয়ার্ড (মাঠপাড়া) বনাম ৮ নং ওয়ার্ড (রাউতারা) অংশ গ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।