রাঙ্গাবালীতে অর্ধশত অসহায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
এম সোহেল, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৮ই ডিসেম্বর ২০২২ ০৬:০৮ অপরাহ্ন
রাঙ্গাবালীতে অর্ধশত অসহায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ

যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি’র ৮৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বাহেরচর  আশ্রয়ণ প্রকল্পের অর্ধশত পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।


রাঙ্গাবালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি খালিদ বিন  ওয়ালিদ তালুকাদের উদ্যোগে অসহায়দের মাঝে এসব কম্বল  বিতরণ করা হয়। এ সময় তিনি বলেন,  ‘মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুজিব বাহিনীর অধিনায়ক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি’র স্মরণে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।


এ শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, রাঙ্গাবালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মৃধা এম এইচ রাজিব, ছোটবাইশদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক  সভাপতি মহসিন মৃধা প্রমুখ।