সরাইলে মহান বিজয় দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: বুধবার ১৪ই ডিসেম্বর ২০২২ ০৪:৩২ অপরাহ্ন
সরাইলে মহান বিজয় দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা

১৬ ডিসেম্বর-২০২২ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা শিক্ষা অফিসের হল রুমে শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে।সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


বুধবার (১৪ ডিসেম্বর ) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের হল রোমে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় সকাল ১১টায় শিশুদের চিত্রাংকন, সকাল সাড়ে দশ টায় চিত্রাংকন  প্রতিযোগিতা দেখতে আসেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরাম হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ,


সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, উপজেলা সহকারী  প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.মোস্তফা হোসেন, সহকারী কর্মকর্তা মো.নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক  সমিতির সভাপতি মো. আলম, শিক্ষক মো. শাহিন ঠাকুর, শিক্ষক মো. সফিক ও মো. আমজাত হোসেনসহ এসময় উপস্থিত ছিলেন শিক্ষা অফিসের  কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ। উপজেলা  সহকারী শিক্ষা কর্মকর্তা  মোঃ নজরুল ইসলাম  জানান, ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।