মাদকদ্রব্যের অভিযানে দৌলতদিয়ায় হেরোইনসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১৮ই ডিসেম্বর ২০২২ ০৩:২৯ অপরাহ্ন
মাদকদ্রব্যের অভিযানে দৌলতদিয়ায় হেরোইনসহ গ্রেফতার ১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ২শত গ্রাম হেরোইনসহ ১ মাদককারবারীকে গ্রেফতার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় অপর আরেক আসামী সুকৌশলে পালিয়ে যায়। এ তথ্য নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।


গ্রেফতারকৃত মাদক কারবারী হলো, দৌলতদিয়া পোড়াভিটা এলাকার সালমার বাড়ির ভাড়াটিয়া স্বামী মৃত সোনামুদ্দিন এর স্ত্রী মোছাঃ পারভীন আাক্তার (৫০) ও পলাতক আসামী দৌলতদিয়া পোড়াভিটা এলাকার আব্দুল গণি হাওলাদারের ছেলে মোঃ জাহাঙ্গীর হাওলাদার (৪৮)।


জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী  জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম শনিবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে রাত আড়াইটার দিকে দৌলতদিয়া পোড়াভিটা এলাকা হতে উপরোক্ত আসামীকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সংশ্লিষ্ট ধারায় গোয়ালন্দ ঘাট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে ।