বরিশালে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: শনিবার ৭ই জানুয়ারী ২০২৩ ০৮:১০ অপরাহ্ন
বরিশালে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

বরিশালে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় বরিশাল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা বসির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, সকাল থেকেই বরিশালে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এটাই বরিশালের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ। আজ সকাল ৯টা পর্যন্ত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত কয়েকদিন ধরেই ঘন কুয়াশা পড়েছিল। কুয়াশা কেটে যাওয়ায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। তবে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানান এ কর্মকর্তা।


বরিশাল আবহাওয়া অফিস সূত্র জানায়, গত কয়েকদিন ধরেই তাপমাত্রা কমছে বরিশালে। এর মধ্যে গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত বরিশালে সর্বনিম্ন ১২.৬ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 


এছাড়া চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২৪ ডিসেম্বর ১০.৪ ডিগ্রী সেলসিয়াস।


এদিকে শৈত্যপ্রবাহ শুরু হওয়ায় চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা। তবে বেশি ভোগান্তির শিকার হচ্ছে শিশু ও বয়স্করা। প্রয়োজন ছাড়া অনেকেই বের হচ্ছেন না ঘরের বাইরে। এ অবস্থা আরও দুই-তিন দিন থাকতে পারে বলে জানিয়েছে বরিশাল আবহাওয়া অফিস।