বরিশালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: মঙ্গলবার ১০ই জানুয়ারী ২০২৩ ০৭:০৩ অপরাহ্ন
বরিশালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর স্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা ও মহানগর আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতারা। মঙ্গলবার সকাল ১০টায় সোহেল চত্বরস্থ দলীয় কার্যালয় সংলগ্নে এ কর্মসূচি পালিত হয়।


এখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচ, সিটি মেয়রের পক্ষে প্যানেল মেয়র ও কাউন্সিলরগণ, নগর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. একেএম জাহাঙ্গীর, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দিবসটি উপলক্ষে পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।