মেহেরপুরে ইসলামিক সংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
এস এম তারেক হোসেন, জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: রবিবার ১৫ই জানুয়ারী ২০২৩ ০৬:৩০ অপরাহ্ন
মেহেরপুরে ইসলামিক সংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মেহেরপুরের ২টি সহ সারাদেশের ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হবে। 


উদ্বোধন উপলক্ষে আগামীকাল ১৬ই জানুয়ারী সোমবার সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে  উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। 


ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপির সভাপতিত্বে উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান  অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত হয়ে গণভবন থেকে ভাষণ দিবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান এনডিসি। 


জানা যায়, প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মাণধীন ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে এবার দ্বিতীয় পর্যায়ে সারাদেশে একযোগে ৫০ টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করা হবে। 


মেহেরপুর জেলা সদর এবং গাংনী উপজেলার ২টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালী উদ্বোধনে মেহেরপুর জেলার বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত থাকবেন।