মাদারীপুরে শুরু হয়েছে আন্তর্জাতিক চারুকলা প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২৪শে জানুয়ারী ২০২৩ ০৪:৫৮ অপরাহ্ন
মাদারীপুরে শুরু হয়েছে আন্তর্জাতিক চারুকলা প্রদর্শনী

মাদারীপুরে শুরু হয়েছে চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেন স্মরণে আনাতর্জাতিক চারুকলা প্রদর্শনী । একুশে পদকপ্রাপ্ত প্রয়াত চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেনের নামে এই প্রদর্শনীতে দেশি-বিদেশী শিল্পীদের দুই শতাধিক চিত্রকর্ম স্থান পেয়েছে।জেলা প্রশাসনের মাদারীপুর উৎসব ২০২৩ উপলক্ষে এই প্রদর্শনী ২০জানুয়ারি শুক্রবার থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে। দেশের জেলা পর্যায়ে এমন চিত্রপ্রদর্শনীর আয়োজনকে তৃণমূলে সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ বলেছেন আয়োজক ও দর্শকরা।


একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেন মাদারীপুরের একজন কৃতি সন্তান। তার চিত্রকর্ম দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সংরক্ষিত আছে। বিশেষ করে আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকাকে বিষয়বস্তু করে অগণিত চিত্রকর্ম সৃষ্টির কারণে তিনি ্#৩৯;নৌকা আনোর্য়া#৩৯; বলে খ্যাত। মাদারীপুর পৌর অডিটোরিয়াম

১২ দিনব্যাপী এই প্রদর্শনীর ৩টা গ্যালারিতে ২০০ জন শিল্পীর ২৩০টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে, এর মধ্যে ৫০ জন বিদেশি শিল্পীর চিত্রকর্ম রয়েছে। কয়েকজন দেশি শিল্পীর ভাষ্কর্যও রয়েছে। কাজী আনোয়ারকে সম্মানিত করার জন্য তার ১৫ টি চিত্রকর্ম রাখা হয়েছে।


পাশের জেলা শরীয়াতপুর থেকে ঘুরতে আসা তাবাসুম বলেন এই রকম

একটা আয়োজন অনেক আগেই দরকার ছিল আমি এইখানকার প্রতিটি

ছবি দেখে মুগ্ধ হয়েছি।


প্রদর্শনীতে আসা মুনির হোসেন বলেন আমাদের মাদারীপুরে একটি

আন্তর্জাতিক মানের চিত্রশিল্পী প্রদর্শনী হচ্ছে এতে আমারা মাদারীপুর

বাসী গর্ভিত, আমি আয়োজক দের কাছে দাবি জানাবো এইরকম

আয়োজন যেন প্রতি বছরের হয়।


কাজী আনোয়ার হোসেন আর্ট মিউজিয়ামের কিউরেটর ইমরান বলেন

মাদারীপুর জেলার ইতিহাস, ঐতিহ্য, শিল্প-সাহিত্য ও সংস্কৃতিকে

দেশব্যাপী পরিচিত করার লক্ষ্যে আমাদের এই প্রচেষ্টা,দেশ বরন্য শামীম

শিকদারের ভাস্কর্য সহ বিশ্বের বিভিন্ন বিখ্যাত শিল্পীসহ বাংলাদেশের

লিজেন্ডারি শিল্প এখানে আছে।


চিত্রশিল্পী কাজী আনোয়ারের ছেলে কাজী আশিকুর রহমান(অপু কাজী)

বলেন আমার বাবার ২০১৬ সালে একুশে পদক পেয়েছেন। তার দেড় হাজারের

বেশি চিত্রকর্ম এখনো আমার কাছে সংরক্ষিত রয়েছে।আমার বাবা তার

চিত্রকর্মের মধ্য দিয়ে মানুষের কথা বলেছেন। আমার বাবা ্#৩৯;নৌকা

আনোর্য়া#৩৯; হিসেবে পরিচিত ছিলেন।