কলাপাড়ায় মন্দিরে সরস্বতী পূজা উদযাপিত

নিজস্ব প্রতিবেদক
আনোয়ার হোসেন আনু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৬শে জানুয়ারী ২০২৩ ০৭:২০ অপরাহ্ন
কলাপাড়ায় মন্দিরে সরস্বতী পূজা উদযাপিত

জ্ঞানের ভান্ডারে ভরে উঠবে দেশ, দূর হবে সব অশুভ শক্তি এমন প্রত্যাশা নিয়ে উৎসব মুখর পরিবেশে পটুয়াখালীর কলাপাড়ায় উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা। 


বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন মন্দির ও বিদ্যালয়গুলোতে ভীড় করে শিক্ষার্থীসহ সব বয়সী সনাতনীরা। আলপনা একে সাঁজানো হয় বিদ্যালয় প্রাঙ্গন। 


এসময় শাক ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন। দেবির পায়ে অর্পন করা হয় পূষ্পাঞ্জলি, বই-খাতা ও বাদ্যযন্ত্র। শেষে মন্ডপগুলোতে শিশুদের হাতে খড়ি, আলোচনা সভা ও প্রসাদ বিতরন করা হয়।


 এছাড়া হিন্দুধর্মালম্বীদের ঘরে ঘরেও উদযাপন হচ্ছে বিদ্যা ও শিল্পকলার এ দেবীর পূজা।