বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের চরআসলি আবুপুর গ্রামে বুধবার ১ মার্চ সন্ধ্যায় আগুন লেগে ছয়টি কাঁচা পাকা বসতঘর ভস্মীভূত হয়েছে। এসময় ঘরের পাশে থাকা চারটি খরকুটার পাড়াও ভস্মীভূত হয়। আগুন নিভাতে গিয়ে স্থানীয় কয়েকজন আহত হওয়ার খবরও জানা গিয়েছে। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় খোরশেদ আলম জানান, বসতঘরের সাথেই রান্না ঘরে ভাত রান্না করছিলো কুলসুম, সেসময় অসাবধানতায় রান্নাঘরে প্রথমে আগুনের সূত্রপাত হয় এরপর মূহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং বসতঘরগুলো ভস্মীভূত হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্তরা হলেন উম্মে কুলসুম, নিজাম হাওলাদার, রেজাউল করিম হাওলাদার, সুমন হাওলাদার, সেন্টু সরদার, আবুল বাসার সরদার।
ক্ষতিগ্রস্ত পরিবার গুলো এখন খোলা আকাশের নিচে মানবতার জীবনযাপন করছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার জানান, আগুন লাগার ঘটনা শোনার সাথে সাথে তিনি প্রথমে হিজলা ফায়ার সার্ভিসকে অবহিত করেন। যেহেতু আগুন লাগার স্থানটি শরীয়তপুরে কাছাকাছি তাই তিনি শরীয়তপুর ফায়ার সার্ভিসকেও অবহিত করেন ।
ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে তাৎক্ষণিক কিছু নগদ টাকা এবং এক বস্তা করে চাল হরিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর মাধ্যমে পৌছে দিয়েছেন। তিনি আরো জানান, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আবেদন করতে বলা হয়েছে। তাদের আবেদনের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে বিধি মোতাবেক কৃষি উপকরণ সহ যাবতীয় সাহায্য সহযোগিতার আওতায় আনা হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।