‘শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার’ প্রতিপাদ্যে সম্মিলিত শিক্ষক পরিষদের আয়োজনে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষক সমাবেশের আগে একটি বর্ণিল শোভাযাত্রা বের করা হয়।
কুড়িগ্রাম জেলা সম্মিলিত শিক্ষক পরিষদের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন। এতে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা ও ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও সম্মিলিত শিক্ষক পরিষদ ভূরুঙ্গামারী উপজেলা কমিটির আহ্বায়ক বাবুল আক্তারের সভাপতিত্বে কুড়িগ্রাম জেলা সম্মিলিত শিক্ষক পরিষদের সমন্বয়ক সাইফুল ইসলাম ও হারুন-অর-রশিদ, ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ তাহমিদুল ইসলাম তুপুল, বাউসমারি ফাযিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল মজিদ, প্রধান শিক্ষক আমজাদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।পরে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদরাসার শিক্ষকদের সমন্বয়ে ১০১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।