নানান আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে সরাইলে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ বঙ্গবন্ধু ভাষণ প্রচার, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরনী এবং বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন, এ সময় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. নাজমুল হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো.আবু হানিফ মিয়া, সরাইল থানা অফিসার ইনচার্জ মো.আসলাম হোসেন,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাশেদ,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.ইসমত আলী, আওয়ামী লীগ নেতা মো. মুস্তাফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা মো. মাহফুজ আলী, এই সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ,উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরাম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা, জান্নাত বেগম, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন,সদর ইউপি আওয়ামী লীগের সভাপতি মো. কায়কোবাদ ও বিল্লাল প্রমুখ।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসনও আওয়ামীলীগসহ অন্যান্য অতিথিবৃন্দ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।