কলাপাড়ায় নির্বাচনী প্রচারনায় হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
আনোয়ার হোসেন আনু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: বুধবার ৮ই মার্চ ২০২৩ ০৭:৪৮ অপরাহ্ন
কলাপাড়ায় নির্বাচনী প্রচারনায় হামলার অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়ায় বালিয়াতলী ইউপি নির্বাচনে সহিংসতা, সস্ত্রাসী কর্মকান্ড ও আচরন বিধি লঙ্ঘনের অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. রুহুল আমিন হাওলাদারের মেয়ে মিসেস রেবেকা সুলতানা। বুধবার দুপুরে কলাপাড়া রিপোর্টার্স ইউনিটিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


এসময় লিখিত বক্তব্যে রেবেকা সুলতানা বলেন বাবার প্রতিদ্বন্ধী নৌকা মার্কার প্রার্থী মো. হুমায়ুন কবিরের কর্মী সমর্থকরা নির্বাচনী প্রচার প্রচারণায় বাধাসহ হামলা করছে। নির্বাচনী আচরনবিধি লঙ্ঘন করে প্রচার প্রচারণা চালাচ্ছে। নির্বাচন কমিশন ও প্রশাসেনর কাছে অভিযোগ করেও তারা কোন প্রতিকার পাচ্ছে না এমন অভিযোগ করেছেন সংবাদ সম্মেলনে।


সাংবাদিক সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী, শাশুরী মোসা: মাজেদা খাতুন, স্বামী মো.মনজুর আহমেদ, ছেলে আহমেদ পিয়াল, মোসা: স্বর্না আক্তার, মোসা: কারিমা, মো. মজিবর  রহমান।


লিখিত বক্তব্যে মিসেস রেবেকা সুলতানা আরো বলেন, নির্বাচনী প্রচারনায় অমরা গত ৫ মার্চ রবিবার বিকেলে বালিয়াতলী ইউনিয়নে বলিপাড়া মাঝ গ্রামে উঠান বৈঠক শেষে আমার বাবা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ রুহুল আমীন হাওলাদার নামাজ আদায় করতে স্থানীয় মসজিদে গিয়েছিলেন। এ সময় আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী এবিএম হুমায়ুন কবিরের ছেলে সুমনের নেতৃত্বে আলামিন, শাহাবুদ্দিন চৌকিদার, শিমুল,রাতুল সহ ১৫/ ২০ জন সন্ত্রাসীরাা আমার বাবাকে গাল মন্দ করতে থাকে। বাবাকে রক্ষা করতে এগিয়ে গেলে আমাদেরকেও গাল মন্দ করে। এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগে লাঠি সোটা নিয়ে আমাদের মারধর করে। 


এতে আমার পুত্র ব্রিটিশ নাগরিক আহম্মেদ পিয়াল, স্বামী ব্রিটিশ নাগরিক মনজু আহম্মেদসহ স্বতন্ত্র প্রার্থীর ভাই মোঃ ফারুক হোসেন (৫৫) সমর্থক মোঃ মোশারেফ হোসেন(৩০) আলিফ হাং (৩০) আহত হয়েছে। এ সময়  আমাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করেছে । আমার স্বামীকে ঢাকার সিনিয়র আইনজীবী তাকেও লাঞ্চিত করে এ অভিযোগ করা করা হয়।


 আগামী ১৬ মার্চ বালিয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচন যাতে সুষ্ঠ, অবাধ ও শান্তিপূর্ন হয় তার জন্য নির্বাচন কমিশন এবং  প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন সংবাদ সম্মেলনে উপস্থিত স্বতন্ত্র প্রার্থীর স্বজনরা।