কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার ১০ই মার্চ ২০২৩ ১২:০৮ অপরাহ্ন
কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অজ্ঞতার ট্রাকের ধাক্কায় জেলি আক্তার ও সোহরাফ আকন্দ নামে দুইজনের মৃত্যু হয়েছে।


পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়া জোড়া এলাকায় শুক্রবার সকালে অজ্ঞত ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা জেলি আক্তার(২২) সোহরাফ আকন্দ(২৪) নামে দুই ব্যক্তি সিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।  


এলাকাবাসী লাশ দুইটি দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে সালনা হাইওয়ে থানা পুলিশ।  সালনা হাইওয়ে থানার ওসি আতিকুর রহমান জানান, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে শুক্রবার সকালে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। লাশ দুটি উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।