পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে দিনাজপুরের হিলি সীমান্তের শূন্যরেখায় একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
শনিবার (২২ এপ্রিল) সকালে সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় এ মিষ্টি বিনিময় করেন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা।
বিজিবি হিলি আই সিপি কোম্পানি কমান্ডার সুবেদার অহিদুল ইসলাম বিএসএফের পতিরাম-১৫১ ক্যাম্পের গেইটে দায়িত্বরত রমেশ কুমারের হাতে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।এসময় ভারত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরাও বিজিবিকে মিষ্টি উপহার দেন।
হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার অহিদুল ইসলাম জানান, উভয় দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে বিরাজমান সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়। তারই ধারাবাহিকতা হিসেবে আমরা দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী মিষ্টি উপহার দিয়ে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।