বাবার সাথে নদীতে গোসলে করতে গিয়ে নিখোঁজ কিশোর

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: বুধবার ২৬শে এপ্রিল ২০২৩ ০৬:১৫ অপরাহ্ন
বাবার সাথে নদীতে গোসলে করতে গিয়ে নিখোঁজ কিশোর

বরিশালে বাবার সাথে গোসল করতে নদীতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছে আফি খান নামে ১২ বছরের এক কিশোর।



নিঁখোজ আফি খান মুলাদী উপজেলার তেরচর এলাকার বাসিন্দা আনিচুর রহমান খানের ছেলে এবং ঢাকার আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেনীর ছাত্র ছিলো সে।



স্বজনরা জানান, গ্রামের বাড়িতে বিয়ের অনুষ্ঠান থাকায় ঢাকা থেকে অভিভাবকদের সাথে সম্প্রতি মুলাদীতে আসে আফি।



বিয়ের অনুষ্ঠান শেষে মা-বাবার সাথে নয়াভাঙ্গুলী নদীতে গোসল করতে যায়। তীর থেকে হেটে নদীর ভেতরের দিকে কিছুদুর যায় আফি।  হঠাৎ স্রোতের টানে নিখোঁজ হয় আফি।



বিষয়টি নিশ্চিত করে বুধবার (২৬ এপ্রিল) মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কান্তি মন্ডল জানান, আফির বাবা কাছাকাছি থাকলেও ছেলেকে রক্ষা করতে পারেনি সে।  তবে তাৎক্ষনিক আফির সন্ধানে স্থানীয়ভাবে উদ্ধার কাজ শুরু করা হয়। পরে বরিশাল থেকে ডুবুরী এসেও তল্লাশী করছে।