বরিশালে ব্যস্ত সময় কাটালেন অতিরিক্ত আইজিপি কামরুল আহসান

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: শনিবার ২৯শে এপ্রিল ২০২৩ ০৭:৪২ অপরাহ্ন
বরিশালে ব্যস্ত সময় কাটালেন অতিরিক্ত আইজিপি কামরুল আহসান

বরিশালে ব্যস্ত সময় কাটালেন অতিরিক্ত আইজিপি মো. কামরুল আহসান (বিপিএম-বার)।  বরিশাল জেলা সফরকালে আজ (২৯ এপ্রিল) সকাল ১০ টায় বিএমপি সদর দপ্তর পরিদর্শন করেন তিনি। 


এ সময় বিএমপি কমিশনার মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার অতিরিক্ত আইজিপি (প্রশাসন) ও তার  সহধর্মিনী পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর কেন্দ্রীয় সহ-সভানেত্রীকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।


পরে বিএমপি'র সকল শীর্ষ কর্মকর্তাদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন অতিরিক্ত আইজিপি। এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তাকে সম্মাননা সূচক ক্রেস্ট প্রদান করেন বিএমপি কমিশনার। 


বিএমপি সদর দপ্তর পরিদর্শন শেষে অতিরিক্ত আইজিপি ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বরিশাল কার্যালয় ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের রুপাতলিস্থ নবনির্মিত পুলিশ লাইন্স পরিদর্শন করেন।


এছাড়াও তিনি বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।


এর আগে তিনি বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্মৃতি বিজড়িত পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা কলোনির নির্যাতন কেন্দ্র (টর্চার সেল) ও বদ্ধভূমি পরিদর্শন করেন। 


এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আখতারুজ্জামান,  বরিশাল মেট্রোপলিটন পুলিশ, বরিশাল রেঞ্জ পুলিশ ও জেলা পুলিশ এবং বরিশাল বিভাগীয় অন্যান্য পুলিশ ইউনিটের শীর্ষ কর্মকর্তা বৃন্দ।