পিরোজপুরের কাউখালীতে ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত। রবিবার (৭ মে) জয়কুল গ্রামের অটো চালক আনোয়ার হোসেনের বড় ছেলে ও জয়কুল কারিগরি স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র মোঃ মাইনুল হোসেন(১৮) মোটরসাইকেল নিয়ে ভাড়ায় লোক টানার জন্য বাড়ি থেকে বের হয়ে কাউখালী নৈকাঠী আঞ্চলিক মহাসড়কের জয়কুল স্টিল ব্রিজে উপর উঠার সময় মোটরসাইকেল ও ইট বোজাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে গুরতর জখম হলে বরিশাল শেরেবাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন ।
এ ব্যাপারে কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, নিহতের লাশ বরিশাল মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে আছে। প্রক্রিয়া শেষে বাড়িতে আনা হবে। কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া জানান, সড়ক দুর্ঘটনার কথা শুনেছি। এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি। শুনেছি লাশ বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে আছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।