বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত এক বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার করেছে হিজলা থানা এবং নৌ পুলিশ।
মঙ্গলবার ( ৯ মে) দুপুর ২ টার সময় উপজেলার মেমানীয়া ইউনিয়নের ডাইয়া গ্রাম সংলগ্ন চর দুর্গাপুর মেঘনা নদীর পাড় থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত বৃদ্ধা মহিলার মরদেহটি উদ্ধার করা হয়। বৃদ্ধা মহিলার বয়স আনুমানিক ৫৫ বছর।
হিজলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া বলেন,স্থানীয়রা মেঘনা নদীতে ভাসমান একটি লাশ দেখতে পেয়ে হিজলা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে হিজলা নৌ পুলিশ এবং থানা পুলিশের সঙ্গীয় ফোর্স নিয়ে বৃদ্ধার লাশটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত লাশটি একটি বয়স্ক নারীর। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।