ঐতিহ্যবাহী বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দিরে গীতা স্কুল উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
সচ্চিদানন্দদেসদয়, আশাশুনি উপজেলা প্রতিনিধি, সাতক্ষিরা
প্রকাশিত: রবিবার ২৮শে মে ২০২৩ ০৭:১৩ অপরাহ্ন
ঐতিহ্যবাহী বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দিরে গীতা স্কুল উদ্বোধন

সাতক্ষীরা জেলার ঐতিহায্যবাহী  বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দিরে গীতা স্কুল উদ্ভোধন করা হয়েছে।


শনিবার সন্ধ্যায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  বাংলাদেশ আওয়ামীলিগের সাতক্ষীরা জেলা শাখার  স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও চিকিৎসক ডাঃ সুব্রত ঘোষ এ স্কুলের উদ্ভোধন করেন। । 


মন্দিরের পুরোহিত বাবু বিকাশ ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সাতক্ষীরা জেলা শাখার পরিদর্শক মিন্টু হালদার,অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও বুধহাটা ইউনিয়নপূজা উৎযাপন পরিষদের সভাপতি চিত্ত রঞ্জন ঘোষ, অবসরপ্রাপ্ত প্রাধান শিক্ষক চিত্তরঞ্জন দেবনাথ,বিশিষ্ট ব্যবসায়ী প্রদীপসাধু,গৌতম ব্যানার্জী,চন্দন দেবনাথ,অজয় পাইন,অভিজিৎ দেবনাথ,গোপাল দেবনাথ,দেবাশীষ কর্মকার,বাসুদেব কর্মকার,তাপস পাল প্রমুখ। 


সরকারী ভাবে পরীক্ষার মাধ্যমে বুধহাটা গ্রামের মিঠু দত্তকে শিক্ষিকা হিসাবে নিয়োগ দেওয়া হয়।  গীতা ও গীতা স্কুলের মাহাত্ম্য তুলে ধওে আলোচনা করেন শ্রী ভাগবত তত্ত্বব্যাখা, ভগবত সম্রাট দক্ষিন বংলার চলমান  ভাগবত প্ঠক শ্রী বিল্বমঙ্গল দেবনাথ দাসজী।সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা করেন সচ্চিদানন্দদে সদয়।