বঙ্গবন্ধু কলোনীতে অগ্নিকান্ডস্থল পরিদর্শনে মেয়রপ্রার্থী তাপস

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: শুক্রবার ৯ই জুন ২০২৩ ০৯:৪৬ অপরাহ্ন
বঙ্গবন্ধু কলোনীতে অগ্নিকান্ডস্থল পরিদর্শনে মেয়রপ্রার্থী তাপস

বরিশাল নগরির চাঁদমারি বঙ্গবন্ধু কলোনীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাতহের ঘটনা ঘটেনি। তবে মুহুর্তের মধ্যে কমপক্ষে ০৮টি বসতঘর পুড়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। 


এদিকে জুমার নামাজ শেষে আগুনের খবর শুনে তৎক্ষনাৎ ঘটনাস্থলে ছুটে যান বিসিসি নির্বাচনে জাপা মনোনীত মেয়র পদপ্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস। 


এসময় তাঁর সাথে প্রচারণায় থাকা নেতাকর্মীদের উপস্থিত ভাবে আগুনে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করেছেন।তিনি দ্রুত তাদের পাশে সরকারকে দাঁড়ানোর জন্য আহবান জানান এবং জাতীয় পার্টি স্থানীয় নেতাকর্মীদের ক্ষতিগ্রস্তদের তালিকা করার জন্য বলেন।তিনি তাদের পাশে থাকবেন বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের আশ্বস্ত করেন।


তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, যদি আজ বৃষ্টি না থাকতো তাহলে ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারতো।তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন, কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখার আহবান জানান।