নলছিটিতে ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
মো. নাঈম হাসান ঈমন, জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: সোমবার ১২ই জুন ২০২৩ ০৯:৫৩ অপরাহ্ন
নলছিটিতে ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ঝালকাঠির নলছিটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মূল্যতালিকা না থাকায় এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায়।


রবিবার (১১জুন) বিকেলে উপজেলার পৌর এলাকার বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় লঞ্চঘাট সংলগ্ন জলিল ষ্টোর কে মূল্য তালিকা না থাকায় ২ হাজার টাকা ও বিজয় উল্লাস চত্বরে দুই ব্যবসায়ীকে ১ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


সহকারী কমিশনার (ভূমি)  সমাপ্তি রায় বলেন, নিয়মিত মোবাইল কোর্টের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় সাথে ছিলেন পেশকার মো. মাইনুল ইসলাম সাইমুন প্রমুখ।