ভাড়া কম দেয়ায় ট্রাক থেকে ফেলে দেয়া হলো যাত্রীদের

নিজস্ব প্রতিবেদক
মোঃ শামছুল হক - সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশিত: বুধবার ২৮শে জুন ২০২৩ ০৪:৫৮ অপরাহ্ন
ভাড়া কম দেয়ায় ট্রাক থেকে ফেলে দেয়া হলো যাত্রীদের

পরিবারের সঙ্গে ঈদ কাটাতে বাড়ি ফিরছে মানুষ। যে যেভাবে পারছেন রাজধানী থেকে রওনা দিয়েছেন গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তবে নিম্ন আয়ের মানুষ পড়েছেন বিপাকে। কেননা এ সময় গণপরিবহনে বাড়তি ভাড়া আদায় করা হয। ফলে অনেকে ট্রাক বা বাস-রেলগাড়ির ছাদে ভ্রমণ করেন। সেখানেও দেখা দিয়েছে বিপত্তি। ভাড়া কম দেয়ার কারণে যাত্রীদর ট্রাক থেকে ফেলে দেয়ার ঘটনা ঘটেছে। এতে ৬ যাত্রী আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।


বুধবার বেলা আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে চালক এবং তার সহকারী ট্রাক নিয়ে পালিয়ে যান। 


আহত যাত্রীরা জানান, ঢাকা থেকে বগুড়া যাওয়ার উদ্দেশ্যে তারা কয়েকজন ট্রাকে ওঠেন। ট্রাকটি আনালিয়াবাড়ি এলাকায় আসার পর চালকের সহকারী তাদের কাছে ৮০০ টাকা ভাড়া চান। এ সময় তারা ৫০০ টাকা করে দিতে চাইলে তাদের সঙ্গে ঝগড়া লেগে যায়। এক পর্যায়ে চালক ট্রাকটি দাঁড় করান। এরপর ট্রাকের সহকারীরা মিলে তাদের গাড়ি থেকে ফেলে দিয়ে মালামাল নিয়ে চলে যায়।


টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার সরফ উদ্দিন বলেন, বিষয়টি আপনার কাছ থেকেই জানতে পারলাম। এমন হয়ে থাকলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।