হিজলায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
তালুকদার মামুন, নিজস্ব প্রতিনিধি হিজলা (বরিশাল)
প্রকাশিত: রবিবার ২৭শে আগস্ট ২০২৩ ১১:০১ অপরাহ্ন
হিজলায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বরিশালের হিজলা উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড.শাম্মী আহমেদ। 


বড়জালিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে রবিবার ২৭ আগস্ট বিকেলে উপজেলার ৪৪নং দক্ষিণ বড়জালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বহুমুখী দুর্যোগ আশ্রয়ণ কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনা সভায় বড়জালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আহসান হাবিব হিরন হাওলাদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বড়জালিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এনায়েত হোসেন হাওলাদার।


এছাড়াও উপস্থিত ছিলেন হিজলা গৌরবদী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, জেলা পরিষদের সদস্য পণ্ডিত শাহবুদ্দিন আহমেদ, হরিনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ খান, স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ মেহেন্দিগঞ্জ উপজেলা ও কাজিরহাট থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভার শেষে সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।