আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে সরাইলে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: শনিবার ৯ই ডিসেম্বর ২০২৩ ০৮:০৩ অপরাহ্ন
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে সরাইলে মানববন্ধন

আজ শনিবার ৯ ডিসেম্বর সকালে উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা অফিস কক্ষে  দুর্নীতিবিরোধী দিবস দুর্নীতি দমন ও প্রতিরোধক করণীয়  শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দুর্নীতি দমন ও প্রতিরোধ শীর্ষক আলোচনা সভায় বক্তারা নানা ধরনের বক্তব্য উপস্থাপন করেন। 


উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম, সরাইল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ড বীর মুক্তিযোদ্ধা মো. ইসমত আলী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা হোসেন,নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মো.মনসুর হোসেন, সাংবাদিক আইয়ুব খান, আওয়ামীলীগ নেতা মো. মাহফুজ আলী, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন। প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। 



এ সময় বক্তারা  বলেন. দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্তরের দুর্নীতির আকড়া হয়ে গেছে। দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না যেখানে দুর্নীতি হোক না কেন প্রতিরোধ করার ব্যবস্থা করতে হবে। আমরা নিজেরা নিজেদের অবস্থান থেকে দুর্নীতিমুক্ত হতে হবে। তাহলে দুর্নীতির মুক্ত করা সম্ভব হবে।


এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত বক্তারা  দুর্নীতি দমন বিষয়ে নানামুখী বক্তব্য উপস্থাপন করেন।সবশেষে উপজেলা চত্বরে র‍্যালী ও মানবন্ধনের মাধ্যমে অনুষ্ঠান শেষে।একই সময়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস রোমে। প্রসাসনের আয়োজনে 'আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ'এবং রোকেয়া দিবস পালন উপলক্ষে ' জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা  সভার সভাপতি ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন, সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, এ সময় অতিথি বৃন্দগণ শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা প্রদান।