পানির স্তর নীচে নেমে যাওয়ায় উল্লাপাড়ায় পানির সংকট

নিজস্ব প্রতিবেদক
মোঃ শামছুল হক, উপজেলা প্রতিনিধি, উল্লাপাড়া, সিরাজগঞ্জ
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৪ই মার্চ ২০২৪ ০৫:৩০ অপরাহ্ন
পানির স্তর নীচে নেমে যাওয়ায় উল্লাপাড়ায় পানির সংকট

উল্লাপাড়া সহ সিরাজগঞ্জের অনেক এলাকায় পানির স্তর নীচে নেমে যাওয়ায় শ্যালো মেশিন এবং নলকূপে পানি উঠছে না। এতে পানি সংকট দেখা দিয়েছে। জীবন ধারনের জন্য অতি প্রয়োজনীয় এই পানি না পাওয়ায় মানুষের মধ্যে হতাশা দেখা দিয়েছ। 

   

 সবেমাত্র গরম শুরু। এখনি পানি পাওয়া না গেলে সামনের দিনগুলোতে সংকট আরও মারাত্মক আকার ধারণ করবে বলে  মানুষের মাঝে একটা অজানা আতঙ্ক বিরাজ করছে। 


খোঁজ নিয়ে জানা গেছে এলাকার বিভিন্ন বাড়িতে নলকুপ চেপে পানি তুলতে গিয়ে শক্তি খাটিয়েও পানি তোলা যাচ্ছেনা। আবার শক্তি খাটাতে গিয়ে হ্যান্ডেলের আঘাতে অনেকে আহত হওয়ার ঘটনাও ঘটেছে। 


যেসব এলাকায় গভীর নলকুপ আছে তার আশপাশের নলকুপ গুলোতে পানির স্তর আরো নীচে নেমে গেছে। এসব এলাকার লোকজনকে দুরদুরান্ত থেকে গভীর নলকুপের পানি সংগ্রহ করতে দেখা গেছে। 

তাছাড়া দিনের বেলায় পানি সংগ্রহ করা গেলেও রাতে সমস্যায় পড়তে হচ্ছে। কোনো কোনো এলাকার মানুষ পুকুরের পানি ফুটিয়ে ব্যবহার করছেন। অথচ এ সব পুকুরের পানিতে মাছ চাষের জন্য গোবর ও হাঁস মুরগীর বিষ্ঠা সহ  বিভিন্ন রাসায়ণিক দ্রব্য ব্যবহার করা হয়। এতে মানুষের শরীরে মারাত্মক  বিষক্রিয়া সৃষ্টি হচ্ছে। 


 এ অবস্থায় সামনের দিনগুলোতে সমস্যা মোকাবেলায় সংশ্লিষ্ট মহলের  জরুরী পদক্ষেপ নেয়া আশু প্রয়োজন বলে অনেকে মনে করছেন।