বোমা বানাতে গিয়ে কালকিনিতে একজন নিহত

নিজস্ব প্রতিবেদক
মোঃ আতিকুর রহমান আজাদ,উপজেলা প্রতিনিধি কালকিনি (মাদারীপুর)
প্রকাশিত: বুধবার ২৭শে মার্চ ২০২৪ ০৭:১৮ অপরাহ্ন
বোমা বানাতে গিয়ে কালকিনিতে একজন নিহত

মাদারীপুরের কালকিনি উপজেলায় হাতবোমা বানাতে গিয়ে মোদাচ্ছের হাওলাদার (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু  হয়েছে। এ ঘটনায় গুরুত্বর আহত অবস্থায় আরও দুইজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। নিহত মোদাচ্ছের বরিশালের মুলাদি উপজেলার বাটামারা গ্রামের বাসিন্দা।   


আজ বুধবার (২৭ মার্চ) দুপরের দিকে কালকিনির চরদৌলত খান ইউনিয়নের দক্ষিণ সিডিখান গ্রামে এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে সিডিখান গ্রামের ইউনুছ সরদার নামে এক ব্যক্তির বাড়িতে বসে হাতবোমা বানাচ্ছিলেন মোদাচ্ছের হাওলাদারসহ তিন-চার জন। এ অবস্থায় দুপুরের দিকে বোমা বিস্ফোরিত হয়ে গুরুতর আহত হয় তিনজন। পরে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে মোদাচ্ছের হাওলাদার মারা যায়। এতে লিটন ঢালী ও রিপন নামে আরও দুই জন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 


কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক ঘটনা যায় এবং আলামত সংগ্রহ করে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। খুব দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।