পাথরঘাটা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, বসতঘর পুড়ে ভষ্ম!

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি , বরগুনা
প্রকাশিত: সোমবার ২২শে এপ্রিল ২০২৪ ০৭:০৬ অপরাহ্ন
পাথরঘাটা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, বসতঘর পুড়ে ভষ্ম!

পাথরঘাটা পৌর শহরের ৩ নং ওয়ার্ডে  গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আগুন পুড়ে একটি বসতঘরের সবকিছু ছাইভষ্মে পরিনত হয়েছে।  প্রাথমিকভাবে  ৪ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ধারনা করা হয়েছে । তাৎক্ষণিক  ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নগদ ৫ হাজার টাকা  ও খাদ্য সামগ্রী নিয়ে ছুটে এসেছেন স্থানীয়  সংসদ সদস্য সুলতানা নাদিরা।


সোমবার (২২ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে পাথরঘাটা পৌর শহর ৩নং ওয়ার্ডের করিম হাওলাদারের ছেলে ইউনুসের বাসগৃহে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।খবরপেয়ে পাথরঘাটা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে  ৪৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও এই সময়ের মধ্যে ওই বসতঘর ও সকল মালামাল পুড়ে ছাইভষ্মে পরিণত হয় ।


 খোজ নিয়ে জানা যায়, নাতির জন্য  চা বানাতে  গিয়ে ইউনুস তার ঘরে থাকা গ্যাস সিলিন্ডারের চুলা জ্বালানোর চেষ্টা করেন।এসময় ওই গ্যাস সিলিন্ডারটি  হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ইউনুস হাওলাদার আগুনে কিছুটা দগ্ধ হয়।  পরে আগুন পুরো ঘরে ছড়িয়ে পরে।  আশেপাশের লোকজন ছুটে এসে আগুন  নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।   খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে প্রায় পৌনে একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে  বসতঘরটি  সম্পূর্ণ পড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় ঘরে থাকা স্বর্ণ অলংকার নগদ ৫০ হাজার টাকা পুড়ে ছাইভষ্ম হয়ে গেছে বলে জানায় ওই ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। 


 খবর শুনে স্থানীয় সংসদ সদস্য  সুলতানা নাদিরার পক্ষ থেকে  প্রাথমিকভাবে ৫ হাজার টাকা ও খাদ্য সামগ্রী দিয়ে অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করা হয়। ঘটনার খবর শুনে পৌর মেয়ার আনোয়ার হোসেন আকনসহ কাউন্সিলরগণ ছুটে আসেন