সকলের সমন্বয়ে বরিশাল সদর হবে আধুনিক উপজেলা: এসএম জাকির

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: রবিবার ৫ই মে ২০২৪ ০৮:১৭ অপরাহ্ন
সকলের সমন্বয়ে বরিশাল সদর হবে আধুনিক উপজেলা: এসএম জাকির

বরিশাল সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী এস এম জাকির হোসেন বলেছেন, আমি নিজে কখনো অন্যায় করিনা আর অন্যায়কে প্রশয়ও দেই না। আমি ইনশাআল্লাহ চেয়ারম্যান নির্বাচিত হলে সদর উপজেলার দূর্নীতির ঘর তালাবদ্ধ করবো। কোন দূর্নীতিকে আমি প্রশ্রয় দেবো না।


রবিবার বিকেলে সদর উপজেলার রায়পাশা-কাড়াপুর ইউনিয়নের পপুলার মাধ্যমিক বিদ্যালয় মাঠে উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন এসএম জাকির হোসেন।


এসএম জাকির বলেন, আমার কাছে সকলেই সমান, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে দল মত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে বরিশাল সদর উপজেলার উন্নয়নে কাজ করতে চাই। সকলের সমন্বয়ে বরিশাল সদর হবে আধুনিক উপজেলা।


তিনি বলেন, আমার কাছে সদর উপজেলার সকল মানুষ সমান। অনেকের অভিযোগ যে তারা আগের চেয়ারম্যানকে পাশে পায়নি কিন্তু আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হই তাহলে আমি সবসময় নিয়মিত দশটি ইউনিয়নে ঘুরে ঘুরে সমস্যা বের করে তার সমাধারন করবো, এখন যেখাবে খোলা মাঠে-গাছ তলায় বসে সবার সাথে সাক্ষ্যাত করছি ঠিক তেমনিভাবে সকলের সাথে কথা বলবো।


রায়পাশা-কড়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিুর রহমান খোকনের সভাপতিত্বে এসময় সমাজসেবক ও ব্যবসায়ী ফজলে রাব্বি অনগ, ইউপি সদস্য হাবিবুর রহমান মিন্টু, আবু নাঈম আকন, মিরন সহ স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ।


সন্ধ্যায় চরমোনাই ইউনিয়নের বুখাইনগর মাদ্রাসা মাঠে উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন।


এছাড়া সদর উপজেলার চরকাউয়া সহ বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন।


অন্যদিকে বিকেলে চরকাউয়া ইউনিয়নের ২, ৫ ও ৭ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন এর সহধর্মিনী মিসেস ফাতিমা জাকিরসহ প্রার্থীর বোন ও পরিবারের সদস্যরা।